ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ইটিভিতে বিশেষ আয়োজনে পালিত হবে নারী দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২১

দিনব্যাপী বিশেষ আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনে আগামি ৮ মার্চ আন্তজাতিক নারী দিবস উদযাপন করা হবে। ১৮ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানের নিজ কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

দিনব্যাপি অনুষ্ঠানের পরিকল্পনাসহ দিবসটি সফল করতে সভায় নানা পরিকল্পনা নেয়া হয়। এছাড়াও নারী দিবস উপলক্ষে টিভিতে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠানমালা। 

উপহার ও  সভায় একুশের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান মেজর (অব.) নাসিম  হোসেন, ডিসিএফও সাত্ত্বিক আহমেদ শাহ, হেড অব সেলস এন্ড মাকেটিং এম আলমগীর কবির, সিনিয়র নিউজরুম এডিটর আহমেদ মুশফিকা নাজনীন, ডেপুটি ম্যানেজার শাম্মী আক্তার, মানব সম্পদ বিভাগের কর্মকতা আল আমিন, সিনিয়র নিউজ রুম এডিটর রত্না জামান ও নিউজরুম এডিটর মাসুমা লিসা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিবছরই নারী সহকর্মীদের সম্মানার্থে একুশে টেলিভিশন নারী দিবসে বিশেষ আয়োজন করে থাকে। 

২০০০ সালের ১৪ এপ্রিল বাংলার চিরায়ত উৎসবের দিন নববর্ষে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনের। প্রতিষ্ঠার পর থেকেই একুশে টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ, বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য্য ছড়িয়ে জয় করে কোটি দর্শকের মন।

দেশের জনপ্রিয় এই টিভি স্টেশনে খবর ছাড়াও প্রচারিত হচ্ছে খবরের বিশ্লেষণধর্মী টকশো অনুষ্ঠান ‘একুশের রাত’। এছাড়াও বিভিন্ন বিনোদনধর্মী অনুষ্ঠানমালার আয়োজন রয়েছে। রান্না বিষয়ক অনুষ্ঠান সেরা নারীর সেরা রান্না, মজার টিফিন চাই; লাইফ স্টাইল বিষয়ক অনুষ্ঠান বিয়ের রাজকন্যা, রুপ লাবণ্য, গানের অনুষ্ঠান ফোক মোমেন্টেস, মিউজিক এক্সপ্রেস, গানের ওপারে; স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলদি লাইফ, দ্য ডক্টরস ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। 

এসব অনুষ্ঠানের পাশাপাশি বৈচিত্র্যময় নাটক ও সিনেমা একুশের দর্শকদের মন রাঙিয়ে চলেছে সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই। 

একুশে টেলিভিশনের অনলাইন পোর্টালে (https://www.ekushey-tv.com/) ২৪ ঘণ্টার লাইভ স্ট্রিমিং ছাড়াও পাঠকরা দেখতে পারবেন সমসাময়িক জাতীয়, আন্তর্জাতিক, অর্থনীতি, রাজনীতি, খেলাধূলা, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, প্রবাস, ক্যারিয়ার, বিনোদন, লাইফ স্টাইলসহ সব খবর।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি