ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

একুশে টেলিভিশনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:৩০, ৯ মার্চ ২০২৩

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে একুশে টেলিভিশন উদযাপন করেছে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’।

আজ ৯ মার্চ (বৃহস্পতিবার) একুশে টেলিভিশনের নিজস্ব আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- একুশে পদক ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী ছাত্র সংসদের প্রথম ও একমাত্র নারী ভিপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য সেলিমা আহমাদ, তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত ড. জিনাত হুদা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ট্রেজারার ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন ড. রাশেদা আকতার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রখ্যাত অভিনেতা, সাংবাদিক পীযূষ বন্দ্যোপাধ্যায়।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি