নারী দিবসে দুই মাকে নিয়ে সালমান
প্রকাশিত : ২৩:০০, ৮ মার্চ ২০১৯ | আপডেট: ১৯:৪৩, ৯ মার্চ ২০১৯
বলিউডের সুপারস্টার সালমান খান নারী দিবসে নিজের দুই মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মা সালমা ও হেলেনের সঙ্গে তোলা ওই ছবিটি পোস্ট করেন সালমান খান। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি উওমেনস ডে`। পোস্টটিতে ইতিমধ্যেই লাখ লাখ লাইক পড়েছে।
জানা যায়, সালমান খানের বাবা সেলিম খান ১৯৬৪ সালে সালমাকে বিয়ে করেন। তাদের সন্তান আরবাজ খান, সালমান খান, সোহেল খান ও আলভিরা।
পরে ১৯৮১ সালে সেলিম খান বিয়ে করেন হেলেনকে।
সালমান, আরবাজ ও সোহেল তিনজনই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। বোন আলভিরার বিয়ে হয়েছে নির্মাতা অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। আর অপর বোন অর্পিতা খানের বিয়ে হয়েছে অভিনেতা আয়ূষ শর্মার সঙ্গে।
সালমান সম্প্রতি আলি আব্বাস জাফর পরিচালিত `ভারত` সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন ভাইজানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। চলতি বছর ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ভাই আরবাজ খানের `দাবাং থ্রি`র শ্যুাটিংও শুরুর কথা চলছে।
এসি
আরও পড়ুন