ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপ জিতবে ব্রাজিল: মার্কোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৮:২৬, ১৭ জুন ২০১৮

আজ সুইজারল্যান্ডদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযানে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের সাবেক কোচ মার্কোস বললেন, এবার ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।

মার্কোস পাকেত্তার অধীনে ২০০৩ সালে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতে ব্রাজিল। এবার যাদের ঘিরে হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনের স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ানরা, এর বেশিরভাগই অস্ত্র তার হাতেই তৈরি। এ বর্ষীয়ান কোচের বিশ্বাস, প্রতিপক্ষদের পক্ষে তাদের থামানো কঠিন হবে। সঙ্গত কারণে শিরোপা জিতবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাই।

এর নেপথ্যে তার যুক্তি, এবারের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ। একঝাঁক দুর্দান্ত ফুটবলার আছে। তাদের ওপর বিশ্বজয়ের ভরসা রাখা যায়। শুধু আমি নই, ৯০ শতাংশ সেলেকাও এখন এ স্বপ্ন দেখছেন।

মার্কোস বলেন, বাজে অবস্থা থেকে ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর নেপথ্য কারিগর তিতে। সেই দলকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একগাদা প্রতিশ্রুতিশীল ফুটবলার তুলে এনেছে। যারা শুধু দক্ষই নয়, মানসিকভাবেও দারুণ শক্তিশালী। আধুনিক ফুটবলে মানসিকভাবে শক্তিশালী হওয়াটা অত্যন্ত জরুরি। বিশ্বকাপ জিতবে ব্রাজিলই।

চার বছর আগে নিজেদের দেশে ফুটবলের বিশ্ব আসরের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয় ব্রাজিল। এরপর দেশটির ফুটবলে এসেছে আমূল পরিবর্তন। বিপর্যয় ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন নেইমাররা। তাদের ঘষেমেজে তৈরি করেছেন কোচ তিতে। রাশিয়া বিশ্বকাপে সবার আগে যোগ্যতা অর্জন করেছেন তার শিষ্যরা।


আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি