ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

তিতের ওপরই থাকছে সিবিএফ’র আস্থা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

 

ধারণা করা হচ্ছিল কোচ তিতেকে বিদায় দিবে ব্রাজিল। না, শেষ পর্যন্ত এই কোচের ওপরই আস্থা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়লেও তিতের অধীনে টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। তাই সিবিএফ চাইছে কাতার বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের কোচের দায়িত্বে থাকবেন তিনি।

২০১৬ সালের জুনে ব্রাজিল দলের কোচের দায়িত্ব পান তিতে। তাঁর অধীনে ব্রাজিল বাছাই পর্বে দারুণ সাফল্য পায়, একেবারে অনায়াসে মূলপর্বে ওঠে দল। রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠে যায় দল। কিন্তু শেষ আটে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।

তবে তিতের অধীনে দলের পারফরম্যান্সে খুব‌ই খুশি সিবিএফ। খুব শিগগিরই ঘোষণা আসছে, তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হচ্ছে।

অবশ্য এর আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর বরখাস্ত হয়েছিলেন কোচ আলবার্তো পেরেইরা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও শেষ আট থেকে বিদায় নেয় তারা। সেবার নেদারল্যান্ডসের কাছে ২-১ হারের পর দুঙ্গা চাকরি হারান। আর ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে দেশের মাটিতে জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে হারের পর লুই ফিলিপ স্কোলারিও সরে দাঁড়িয়েছিলেন।

তবে এবার তিতেকে সে পথে হাঁটতে হচ্ছে না, ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত থাকছেন তিনি।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি