ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্যালন ডি’অরে নিজেকে এগিয়ে রাখছেন এমবাপে  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ২৪ জুলাই ২০১৮

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে এগিয়ে রাখছেন। এই সম্মানজনক অ্যাওয়ার্ডের দাবিদার হিসেবে তিনি আরও যাদের মনে করেন ক্রিস্তিয়ানো রোনালদো, রাফায়েল ভারান ও লুকা মদরিচকে। তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসিকে এই তালিকায় রাখেননি এমবাপে।

কে হতে পারে ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী, এমন প্রশ্নে ১৯ বছর বয়সী স্ট্রাইকার ফ্রান্স ফুটবলকে বলেছেন, ‘ফেভারিট হিসেবে আমি বলবো ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদরিচ, রাফায়েল ভারান ও আমার নাম।’  

ফ্রান্স বিশ্বকাপ জিততে পারে এই বিশ্বাস বেশ আগে থেকেই মনের মধ্যে ছিল এমবাপের। তিনি বলেছেন, ‘আমরা যে জিততে পারি সেটা আমার মনে হয়েছিল। শুরু থেকে আমার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত আমরা যেতে পারবো। টুর্নামেন্টের আগে আমি এমন কথা বলায় আমাকে উদ্ধত বলা হচ্ছিল, কিন্তু আমি শুধু আত্মবিশ্বাসী ছিলাম। কাপের জন্য এসেছিলাম আমি এবং সেটা পেয়ে গেছি। জয়ের জন্য আমি নিজেকে তৈরি করেছিলাম।’ গোল ডটকম

এসি    

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি