ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিস্টিয়ানো পুরোনো মদের মতো : সান্তোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফর্মের তুঙ্গে রয়েছেন পর্তুগালের স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে প্রথম ম্যাচে হেট্রিক। দুই ম্যাচ মিলিয়ে চার গোল। দল ভালো খেললে গোল্ডেন বুটের দাবিদার হবেন নি:সন্দেহে। এমন বাস্তবতায় রোনালদোর প্রশংসার পঞ্চমুখ গোটা বিশ্ব। বাদ যান নি পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস।
মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদোকে ‘পুরোনো মদ’ হিসেবে অ্যাখ্যা দেন সান্তোস। যা কিনা যত সময় যায় ততোই সুপেয় হয়। সান্তোস বলেন, ‘রোনালদো ঠিক পুরনো মদের মতো। সে জানে কিভাবে বয়সের সঙ্গে সঙ্গে নিজের সামর্থ্যও বাড়াতে হয়। তার সমসাময়িক অন্যান্য খেলোয়াড়দের তুলনায় রোনালদো অনেক বেশি পরিণত হয়েছে। ’
রোনালদোর বয়স যদিও ৩৩। কিন্তু এই ৩৩ যে কেবলই একটি সংখ্যা, তা প্রতিনিয়তই প্রমাণ করেছেন বার্সার এই স্ট্রাইকার। রোনালদো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছেন জাত স্ট্রাইকারে। গোল করা এখন যেন তার বাম হাতের খেল। যেকোনো ম্যাচে, যেকোনো দিন হেসে খেলেই গোল করেন তিনি। দেখা যাক দলকে এবার কতটা টেনে নিয়ে যেতে পারেন রোনালদো।
সূত্র : গোলডটকম।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি