ঢাকা, মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভার্নির হেডে এগিয়ে গেল ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ৬ জুলাই ২০১৮ | আপডেট: ২২:৩৭, ৬ জুলাই ২০১৮

ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভার্নির গোলে এগিয়ে গেল ফ্রান্স। প্রথমার্ধের ৪০ মিনিটে ভার্নির হেড দিয়ে উরুগুয়ের জালে বল জড়িয়ে দেন বার্নি। অ্যান্থনিও গ্রিজম্যানের বাড়ানো বলে হেড দিয়ে দলকে এগিয়ে দেন তিনি।

এখন পর্যন্ত তিন গোল করেছেন বার্নি। যার দুটিতেই সহায়তা করেছেন গ্রিজম্যান। খেলার শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে যায় দু দলের স্ট্রাইকাররা। তবে আক্রমণে গেলেও বলের দখল ধরে রেখেছে ফ্রান্স। তাদের দখলে ছিল ৬১ শতাংশ।

বলের দখল ফ্রান্সের কবলে থাকলেও গোলপোস্টে শট নিয়েছে বেশি উরুগুয়ে। তারা ফ্রান্সের জাল লক্ষ্য করে ৭টি শট নিয়েছে। তবে দুই গোলই সমান সংখ্যাক কর্নার লাভ করেছে।

এমজে/


এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি