ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

বিশ্বকাপ জিতলে রকিতিচ যে কঠিন কাজটি করবেন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১৪ জুলাই ২০১৮ | আপডেট: ২০:৫৩, ১৪ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপে অবিশ্বাস্যভাবে কোনো ম্যাচ না হেরে ফাইনালে ওঠে গেল ক্রোয়েশিয়া। এবারই প্রথম তারা শিরোপার কাছাকাছি। তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স তাদের দিকে চোখ রাঙাচ্ছে। পরিসংখ্যান এবং শক্তির বিচারে ফ্রান্সকে এগিয়ে রাখলেও যদি প্রথমবার ক্রোয়েশিয়া শিরোপা জেতে, তাহলে কপালে ট্যাটু করার ঘোষণা দিলেন ইভান রকিতিচ।

ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন রকিতিচ। তার সাথে এই দলে আরেক তারকা লুকা মড্রিচও ক্রোয়েটদের ফাইনালে খেলার পথে অসাধারণ অবদান রেখেছেন। ফাইনালে জিততে পারলে ক্রোয়েশিয়ার এই বিশেষ সাফল্যকে বিশেষভাবেই নিজের মধ্যে ধারণ করবেন রকিতিচ।  

তিনি বলেন, `কপালে একটি ট্যাট্টু আকাঁর ইচ্ছা আছে। অনেক খেলোয়াড়রই শরীরের অনেক জায়গা এটি করে থাকে। যা সবাই দেখে, কিন্তু আমি একটি বিশেষ কিছু করতে চাই। এজন্য অবশ্য প্রথমে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। সত্যি বলতে কি, বিশ্বকাপের ফাইনালে খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। এর পিছনে অনেক পরিশ্রম, ভালবাসা জড়িয়ে আছে।`

`বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে শুভকামনা আসছে। আর্জেন্টিনা, স্পেন, জার্মানি থেকে আমি বার্তা পেয়েছি। এটা সত্যিই অকল্পনীয়। একটি বিষয় আমাদের সবচেয়ে বেশী আনন্দিত করছে যে ফাইনালে যোগ্য দল হিসেবেই আমরা খেলছি। এখন আমরা বিশ্বকে একটি বিষয় প্রমান করতে চাই একটি দল হিসেবে আমরা খেলেছি এবং মাঠে সকলের শেষটুকু দিয়ে চেষ্টা করেছি।`

নক-আউট পর্বের প্রতিটি ম্যাচেই ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে খেলতে বাধ্য হয়েছে। এর মধ্যে ডেনমার্ক ও রাশিয়ার বিপক্ষে টাই-ব্রেকারে জয়ের পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া। কিন্তু এজন্য দল মোটেই পরিশ্রান্ত নয় বলেই মন্তব্য করেছেন রকিতিচ।

তিনি বলেন, `ফাইনাল ম্যাচটি ক্রোয়েশিয়ার সকল মানুষের জন্য একটি ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচে খেলোয়াড়রা শতভাগ ফিট হয়েই মাঠে নামবে। এর থেকে বড় সুযোগ আর কখনো আসবে না। এটা শুধুমাত্র ২৩জন খেলোয়াড়, কোচ, স্টাফ, ফিজিও, চিকিৎসক, সাংবাদিকদের নয়, সাড়ে চার মিলিয়ন মানুষের স্বপ্ন এখানে জড়িত।`

এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি