ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রধানমন্ত্রী ব্রাজিলের সমর্থক, জয়ও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১২:১৪, ১৪ জুন ২০১৮

আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। সব ক্রীড়ামোদীর স্রোত রাশিয়ামুখী। ইতোমধ্যে সমর্থকরা যার যার প্রিয় দলের পতাকা-জার্সি তৈরি করে উচ্ছ্বাস জানান দেওয়া শুরু করে দিয়েছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থন দুটি দলের। সেটি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের দল ব্রাজিল। প্রধানমন্ত্রীর তথ্য-যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের পছন্দের দলকেই সমর্থন করেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য আজ (বৃহস্পতিবার) বিকেল ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।
রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের খেলাগুলো। অংশগ্রহণ করছে ৩২টি দেশ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি