ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পর্তুগাল বনাম স্পেনের ম্যাচের ‘ম্যাচ ফ্যাক্টস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫৩, ১৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ফুটবল পাগল পাঠকদের জন্য বিশ্বকাপ আসর উপলক্ষ্যে প্রতি ম্যাচের পর ‘ম্যাচ ফ্যাক্টস’ এর আয়োজন থাকছে ইটিভি অনলাইনে। পর্তুগাল বনাম স্পেনের মধ্যেকার টান টান উত্তেজনাকর আজকের ম্যাচের ম্যাচ ফ্যাক্ট পাচ্ছেন এখানে।

ম্যাচ ফ্যাক্ট

পর্তুগাল

বিষয়

স্পেন

গোল

আক্রমণ

১২

অন টার্গেট

আক্রমণ প্রতিরোধ

কর্ণার

অফসাইড

৩৮%

বল দখল

৬২%

৮৮

নির্ভূল পাসিং

৯৩%

১ (ফার্নান্দেজ ২৮’)

হলুদ কার্ড

১ (সার্জিও ১৭’)

লাল কার্ড

১২

ফাউল

১০

৪-৪-২

ফরম্যাট

৪-৩-৩

সান্তোস ফার্নান্দো

কোচ

হিয়েরো ফার্নান্দো

 

ম্যাচ রেফারি: রচ্চি গিয়ানলুকা (ইতালী)

সহযোগী রেফারি ১: লিবার্টো এলেনিতো (ইতালী)

সহযোগী রেফারি ২: টনলিনি মাউরো (ইতালী)

চুতুর্থ রেফারি: সাত রুইজি (জাপান)

হ্যাটট্রিকঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগা) (৪, ৪৪ ও ৮৮ মিনিট) 

চতুর্থ মিনিটে রোনাল্ডোর গোলটি এবারের বিশ্বকাপ আসরের এখন পর্যন্ত দ্রুততম গোল।    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি