ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

তিউনিসিয়াকে কাঁদিয়ে অধিনায়কের জোড়া গোলে হাসল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:১১, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১০:৫২, ১৯ জুন ২০১৮

কেনের গোল আনন্দ উদযাপন

কেনের গোল আনন্দ উদযাপন

অধিনায়কের জোড়া গোলে প্রতিপক্ষ তিউনিসিয়ার বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। চলতি রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। দুইটি গোলই করেন হ্যারি কেন।

বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ১২টায় রাশিয়ার ভোলজোগ্রাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও তিউনিশিয়া। প্রায় ড্র হতে যাওয়া ম্যাচের ভাগ্য একদম শেষ মুহুর্তে বদলে দেন ইংলিশ অধিনায়ক ও স্ট্রাইকার হ্যারি কেন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দলের জন্য জয়সূচক গোলটি করেন তিনি। কর্ণার থেকে আসা ক্রসে মাথা লাগিয়ে অধিনায়কের কাছে দেন হ্যারি ম্যাকোয়ার। ফিরতি হেডে তিউনিসিয়ার জালে বল জড়ান ইংলিশ দলপতি।

ক্যাপসনঃ ম্যাচের ৯১ মিনিটে হেড থেকে জয়সূচক গোল করছেন কেন।

ম্যাচের শেষ লাইন লেখা কেন অবশ্য ম্যাচের শুরুর রচয়িতাও ছিলেন। ১১ মিনিটে দলের ও ম্যাচের জন্য প্রথম গোলটিও তিনি করেন। ৩৪ মিনিটে তিউনিশিয়ার ফারজানি সাসি ইংল্যান্ডের প্রথম গোল পরিশোধ করলেও শেষ হাসির মালিক ইংলিশ শিবির। ছোট ছোট পাস আর দৃষ্টি নন্দন পায়ের খেলা দেখালেও ‘ম্যান টু ম্যান মার্কিং’-এ ব্যর্থ হয়ে ইংলিশদের কাছে শেষ পর্যন্ত পরাজয় বরণ করেই নিতে হয় মালৌল নাবিলের তিউনিসিয়াকে।

ক্যাপশনঃ গোলের পর উল্লাসরত ইংলিশ অধিনায়ক।

ম্যাচের পুরোটা সময় খেলার নিয়ন্ত্রণ রেখে শেষ পর্যন্ত তিউনিসিয়াকে কাঁদিয়ে ম্যাচ নিজেদের করে নিল ইংল্যান্ড।

ম্যাচ সেরা হ্যারি কেন।  

 ক্যাপশনঃ সাইড লাইন থেকেও গোল উদযাপন করেন ইংলিশ কোচ সাউথগেট গ্যারেথ। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি