ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচে গোলের বন্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৪, ২৩ জুন ২০১৮ | আপডেট: ১০:৩৩, ২৪ জুন ২০১৮

তিউনিসিয়াকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেললো বেলজিয়াম। মস্কোয় আজ তিউনিসিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের দেশটি। বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু ও এডেন হ্যাজার্ড। অপর গোলটি করেছেন মিচি বাতশুয়াই।

এদিকে তিউনিসিয়া প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে খেই হারায় দলটি। এরপরও তিউনিসিয়ার হয়ে দুটি গোল পরিশোধ করেছেন ডিলান ব্রন ও ওয়াহবি খাজরি।

৬৯ মিনিটে এডেন হ্যাজার্ডের বদলি নামা চেলসির এই স্ট্রাইকার গোলের সুযোগ পেলেন অন্তত পাঁচটি। গোল দিতে পারলেন মাত্র একটি। বাতশুয়াই একের পর এক সুযোগ হাতছাড়া করলেও রোমেলু লুকাকু ও এডেন হ্যাজার্ডের জোড়া গোলে তিউনিসিয়াকে গোলের বন্যায় ভাসিয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম বললে অবশ্য ভুল হয়। ৫-২ স্কোরলাইন বলছে, মস্কোর স্পার্তাকেই আজ গোলের বন্যা হয়েছে!

এবারের বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ এত গোল দেখলো। এর আগে স্পেন-পর্তগাল ম্যাচে ছয় গোল দেখে ফুটবল প্রেমীরা। বেলজিয়াম-তিউনেসিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়েছে দুই দল। বিশ্বকাপের এই প্রথম কোনো ম্যাচে মুহূর্মুহু আক্রমণের চিত্র দেখছে ফুটবল প্রেমীরা। খেলার মাত্র ১৮ মিনিটেই তিন গোল দেখে ফেলে দর্শকরা। এর দুইটিই দিয়েছে বেলজিয়াম। বাকি একটি পরিশোধ করেছে তিউনিসিয়া।

নিজেদের দ্বিতীয় ম্যাচে পেনাল্টিতে এগিয়ে গেল বেলজিয়াম। খেলার মাত্র ৬ মিনিটেই পেনাল্টি পায় বেলজিয়াম। আর পেনাল্টির সেই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেননি বেলজিয়ামের মিড ফিল্ডার এডেন হাজার্ড। গোলপোস্টের বামদিকের কর্ণারের দিকে নেওয়া হাজার্ডের শট সরাসরি জালে গড়ায়। এতেই এগিয়ে যায় সাদা জার্সিধারীরা।

শুরু থেকেই তিউনিসিয়ার গোলপোস্টে আক্রমণ চালায় সাদা জার্সিধারীরা। মুহূর্মুহু আক্রমণ ঠেকাতে ব্যস্ত তিউনিস গোলকিপার ফারুক বিন মুস্তাফা। এরপর ৫ মিনিটেই ডি বক্সের ভেতরে সিয়াম বেন ইউসুফ এডেন হাজার্ডকে ট্যাকল করে বসে। এতেই পেনাল্টি পায় বেলজিয়াম।

পরে নিজেই তিউনিস গোল পোস্ট লক্ষ্য করে শট নেয় হাজার্ড। পেয়েও যান গোল। এদিকে খেলার ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোমেরু লাকাকু। তবে গোল পরিশোধে মরিয়া তিউনিসিয়াও খেলার মাত্র ১৮ মিনিটেই একগোল পরিশোধ করে। দয়লান ব্রাউন খেলার ১৮ মিনিটে গোল করে ব্যবধান ২-১ করেন। খেলার ৫১ মিনিটে ৪-১ এ এগিয়ে যায় বেলিজরা। সর্বশেষ মিচু বাতশুয়াই তিউনিসিয়ার জালে শেষ পেরেক ঢুকিয়ে দেন। এদিকে অতিরিক্ত সময়ে ওয়াহাব কাজির গোলে কেবল ব্যবধান-ই কমেছে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি