ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পোল্যান্ড-কলম্বিয়ার খেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৪, ২৫ জুন ২০১৮

হারলেই বিদায়, ড্রয়ে সম্ভাবনা থাকবে ক্ষীণ। অন্যদিকে জিতলেই টিকে থাকবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে ইউরোপের পরাশক্তি পোল্যান্ডের বিপক্ষে মাঠে আজ রোববার রাত ১২টায় মাঠে নেমেছে কলম্বিয়া।

লাতিন আমেরিকার দেশটি প্রথম ম্যাচেই এশিয়ার জাপানের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে। একই ব্যবধানে পোল্যান্ড হারে সেনেগালের কাছে। প্রথম ম্যাচে কলম্বিয়া একাদশে না থাকলেও এই ম্যাচে শুরু থেকেই খেলছেন কলম্বিয়ার হামেশ রড্রিগেজ।

কলম্বিয়া একাদশ : ডেভিড ওসপিনা (গোলরক্ষক), ইয়ারি মিনা, স্যান্তিয়াগো আরিয়াস, ইয়োহান মজিকা, ব্যারিয়োস, ডেভিড সানচেজ, হুয়ান গুইলের্মো কুয়াদ্রাদো, আগুইলার, হুয়ান ফার্নান্দো কুইন্তেরো, হামেশ রড্রিগেজ এবং রাদামেল ফ্যালকাও।

পোল্যান্ড একাদশ : ওজসিয়াখ সিজনি (গোলরক্ষক),বেদনারেক, লুকাজ পিসজজেক, মাইকেল প্যাদজান, বেরেসিজন্সকি, ম্যাকিয়েজ রাইবাস, গোরালস্কি, গ্রেগোরিজ ক্রিচোইয়াক, পিওতর জিয়েলিনস্কি , কোনাকি,রবার্ট লেওয়ানডস্কি (অধিনায়ক)।

 

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি