ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২৫ জুন ২০১৮

আগামী মঙ্গলবার নিজেদের বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। আইসল্যান্ডের সঙ্গে ড্র এবং ক্রোয়েশিয়ার কাছে হারের পরই আর্জেন্টিনার একাদশ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। ডু অর ডাই ম্যাচে তাই মেসিরা বড় ধরণের পরিবর্তনই আনতে যাচ্ছে।

জানা গেছে, নাইজেরিয়া ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসছে ৫টি পরিবর্তন। বুঝতেই পারছেন, কে বাদ পড়তে যাচ্ছেন। দল থেকে বাদ পড়ছেন গোলরক্ষক উইলি কাবাল্লেরো। তার বদলে আসছেন ফ্রাংকো আরমানি। এছাড়া গ্যাব্রিয়েল মার্কাদো, মার্কোস আকুনা, সার্জিও আগুয়েরো ও ম্যাক্সি মেজা বাদ পড়তে যাচ্ছেন। তাদের পরিবর্তে ঢুকবেন মার্কস রোহো, এভার বানেগা, গঞ্জালো হিগুয়েইন ও এঞ্জেল ডি মারিয়া। আর একবার সাইডবেঞ্চে বসে থাকতে হচ্ছে পরবর্তী মেসিখ্যাত পাওলো দিবালাকে। তবে আগুয়েরোকে অতিরিক্ত সময়ে খেলানো হবে বলেই জানা গেছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: ফ্রাংকো আরমানি, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি