ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শুরু হলো আর্জেন্টিনা-নাইজেরিয়ার বাঁচা মরার লড়াই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০২, ২৭ জুন ২০১৮ | আপডেট: ০২:২৫, ২৭ জুন ২০১৮

আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এর আগে  আইসল্যান্ডের সঙ্গে ড্রয়ে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা গত বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বসে।  

দুই ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক। এমন অবস্থায় শেষ ষোলোয় যেতে নাইজেরিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই হোর্হে সাম্পাওলির দলের। জিতলেও নির্ভর করতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ওপর।

১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত আর্জেন্টিনা দলে কোচের দায়িত্ব পালন করা বিয়েলসার অধীনে ৬৮টি ম্যাচের ৪২টিতে জয় পায় তারা। তবে ২০০২ বিশ্বকাপ মিশনটা হয়েছিল খুব খারাপ। বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে।

আর্জেন্টিনার দল: ফ্রাংকো আরমানি, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওতামেন্দি, মার্কস রোহো, নিকোলাস তালিয়াফিকো, এনজো পেরেজ, হাভিয়ের মাচেরানো, এভার বানেগা, এঞ্জেল ডি মারিয়া, গঞ্জাল হিগুয়েইন ও লিওনেল মেসি।  

নাইজেরিয়া দল: ফ্রান্সিস উঝো (গোলরক্ষক) (২৩), উইলিয়াম ট্রুস্ট-একং (৫), কেনেথ ওমেরো (২২), লিওন বালোগান (৬), ওঘেনেকারো ইতেবো (৮), উইলফ্রেড এনদিদি (৪), জন অবি মিকেল (১০) ব্রায়ান ইদু (২), ভিক্টর মোসেস (১১), কেলেচি ইহেনাচো (১৪), আহমেদ মুসা (৭)। 

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি