ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফাঁকা পোস্টে কোরিয়ানদের গোল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২৭ জুন ২০১৮

কোরিয়ানদের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ান জার্মানি।  

অতিরিক্ত সময়েই দুটি গোল হজম করেছে জার্মানরা। একটি ৯২ মিনিটে অপরটি ৯৬ মিনিটে।

১ম গোলটি খাওয়ার পরেই মরিয়া হয়ে ওঠে জার্মানরা গোলটি পরিশোধের জন্য। কারণ হারলে যে তাদের দ্বিতীয় রাউন্ডের কোনো সম্ভাবনায় থাকবেনা।   

দ্বিতীয় গোলের আগে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার উপরিভাগে ওঠে আসে। এই ফাঁকে মধ্যমাঠে বল পান কোরিয়ান স্টাইকার সন হিয়ুন মিন।

তিনি একটানে বল নিয়ে আসেন গোলপোস্টে। ফাঁকা পোস্টে তিনি পুশ করেন বল। ২-০ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে জয়ও নিশ্চিত করে জার্মানদের বিপক্ষে। 

এই জয়ে কোরিয়ানরা দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও আটকে দিয়েছে জার্মানদের। ওজিলরা হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে।

এই জয়ের ফলে পূর্বের বিশ্বকাপসহ টানা ৪ ম্যাচ হারার পর জয়ের দেখা পেল কোরিয়ানরা।  

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি