ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেলজিয়াম-ইংল্যান্ড মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২৮ জুন ২০১৮ | আপডেট: ০০:০৮, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বেলজিয়াম-ইংল্যান্ড। কালিনিনগ্রাদে ম্যাচটি বাংলাদেশ সময় রাত বারোটায় শুরু হয়েছে।

ইতোমধ্যে গ্রুপ ‘জি’ থেকে টানা দুই জয় নিয়ে দুই দলই শেষ ষোল নিশ্চিত করেছে। তবে আজকের খেলার দুই দল মাঠে নেমেছে গ্রুপ পর্বে সেরা হওয়ার লড়াইয়ে।  

এর আগে নিজেদের দুই ম্যাচে টানা জয় পেয়েছে বেলজিয়াম। এদিকে বেলজিয়াম তারকা লুকাকু এবারের আসরে চার গোল করে সোনার বুট পাওয়ার রেসে টিকে আছেন তিনি।  

এ নিয়ে দুই ম্যাচে আট গোল করেছেন বেলজিয়ানরা।  

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে শুরু করে ইংল্যান্ড। তারপরের ম্যাচেই দারুণ এক ম্যাচ উপহার দিয়েছিল দলটি।  

নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে ইংলিশরা।

সেই ম্যাচে প্রতিপক্ষের গোলবারে ছয় বার বল পাঠায় তারা। তাছাড়া দলের হয়ে হ্যাটট্রিক করেন হ্যারিকেন।

এবারের আসরে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারিকেন। মেসি-নেইমার-রোনালদোদের পেছনে ফেলে গোল্ডেন বুট পাওয়ার রেসে সবার চেয়ে এগিয়ে তিনি।  

সবকিছু মিলিয়ে প্রথম রাউন্ডের শেষ দিনে সবার নজর থাকবে এই ম্যাচের দিকেই।

বেলজিয়াম একাদশ

থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড,  দ্রেদ্রিক বয়োতা,  ইয়ান ভেট্রোনঘেন, থমাস মুনিয়ের, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু।

ইংল্যান্ড একাদশ

জর্ডান পিকফোর্ড গোলরক্ষক), জন স্টোনস, হ্যারি ম্যাগুইর, কাইল ওয়াকার, জর্দান হেন্ডারসন, ডেলে আলি, হেসে লিনগার্ড, অ্যাশলে ইয়াং, কেইরান ট্রিপার, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন, (অধিনায়ক)।

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি