ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নেইমার নির্ভর না হওয়ায় তরান্বিত হবে জয়: সিলভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ২ জুলাই ২০১৮

পুরোপুরি নেইমারের ওপর নির্ভরশীল না হওয়ায় ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার গিলবার্টো সিলভা।
২০০২ সালে দেশটির বিশ্বকাপ জয়ী এ সদস্য বলেন, আক্রমণভাগ শক্তিশালী হওয়ায় নেইমারের ওপর চাপ কম রয়েছে।

যদিও বর্তমান বিশ্বের এই দামি খেলোয়াড়কে দলটির মূল আকর্ষণ বলে মনে করা হচ্ছে। তবে ফিলিপ কৌতিনহো, উইলিয়ান ও গাবরিয়েল জেসাসের মতো খেলোয়াড় থাকায় মাঠে তার ওপর চাপ কম রয়েছে।

গিলবার্টো বলেন, নেইমারের ওপর যে চাপ কম রয়েছে, সেটাই আমার পছন্দ। তার মতে, নেইমারের জন্যও এটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ এ সুযোগে অন্যদের সঙ্গে তিনি দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারবেন। এখন আর সে একা নয়। তিনি যদি একা হতেন, তবে তাকে অতিরিক্ত চাপ সামলাতে হতো বলে মনে করেন সাবেক আর্সেনাল মিডফিল্ডার।

গত বিশ্বকাপের সেমি ফাইনালে নিজ দেশে জার্মানির কাছে ৭-১ গোলে হারতে হয়েছিল ব্রাজিলকে। গিলবার্টো বলেন, আমরা অতীতের হারের মধ্যে থাকতে পারি না। যদিও আমরা সেই পরাজয়ের ফল বদলাতে পারব না। কিন্তু অবশ্যই আমাদের ভালো কিছু করার প্রত্যাশা রাখতে হবে। নতুন কিছু করার চেষ্টা করতে হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি