ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘নেইমারকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৭, ২ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপ থেকে ইতোমধ্যে জার্মানি, আর্জেন্টিনা, পর্তুগাল আর স্পেন ছিটকে গেছে। আজ সোমবার শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর বিপক্ষে? ব্রাজিল কোচ তিতে বলেছেন, নেইমারকে নিয়েও কোনো চিন্তা নেই।

দলের সেরা তারকা নেইমারকে নিয়ে যে প্রশ্ন উঠে পড়েছে, তার উত্তরও কোচ তিতে দিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই। একটা গোল করলেও লিগ পর্বে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন তিনি। তাই তাকে নিয়ে সমর্থকদের চিন্তা বেড়েছে বহুগুণ। ব্রাজিল কোচ বলেন, `ও অসাধারণ। টেকনিক, কৌশল সব দিক থেকেই। ওকে নিয়ে আপনাদের চিন্তা থাকতে পারে। আমার নেই।`

কোচের কথাতেও নেইমারের ওপর তার ভরসার ইঙ্গিত স্পষ্ট। বলেন, `প্রতি খেলোয়াড়কে নজরে রাখার জন্য আমাদের হাতে প্রযুক্তি আছে। যা থেকে প্রত্যেকের পারফরম্যান্সের যাবতীয় তথ্য আসে আমার হাতে। নেইমার সম্পর্কে যে তথ্য পেয়েছি, তাতে দেখা গেছে, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে অনেক উন্নতি করেছে নেইমার।`

আজকের ম্যাচে থিয়াগো সিলভার ওপরেই নেতৃত্বের ভার দিয়েছেন তিতে। কোস্টারিকার বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়ার পরে এই ম্যাচেও সে দায়িত্ব তার ওপরেই থাকছে। সাংবাদিক সম্মেলনে সিলভা বলেন, নক আউটের চাপ তো আমরা লিগের দ্বিতীয় ম্যাচ থেকেই নিচ্ছি। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার পর থেকে তো প্রতিটা ম্যাচই নক আউট ভেবে নামছি আমরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি