ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিখুঁত অভিনয়ের জন্য নেইমারকে অস্কার মঞ্চে চান ফ্যানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৮, ৪ জুলাই ২০১৮

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার এখন আলোচনার শীর্ষে আছে তার অভিনয় কারিশমার জন্য। কখনও ডিফন্ডারের আলতো চ্যালেঞ্জেই মাটিতে গড়িয়ে পড়ছেন, কখনও আবার সাইডলাইনের ধারে ডান পা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন৷ আর এসব নিখুঁত অভিনয়ের জন্য নেইমারকে অস্কার মঞ্চে চান তার ভক্তরা।

এই নেইমারকে আর ‘কিড’ বলা চলে কিনা, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সমর্থকরা৷ নেইমারকে পাকা অভিনেতা বলছেন অনেকে৷ তাঁদের মত, অভিনয় জগতে নেইমার মোটেও ‘কিড’ নন৷ অভিনয়টা তিনি ভালই জানেন৷

এহেন নেইমারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন নতুন ট্রোলড ভিডিও’র আমদানি শুরু হয়েছে৷ কোথাও নেইমার তাঁর সতীর্থদের আলতো ছোঁয়াতেই মাটিতে লুটিয়ে পড়ছেন৷ কোথাও আবার নেইমার পাহাড়-পর্বত, জাতীয় সড়কে গড়াতে গড়াতে মাঠের সবুজ ঘাসে আছড়ে পড়ছেন৷ এখানেই শেষ নয়, নেইমারের প্লে-অ্যাক্টিং দেখে সমর্থকরা টিপ্পনি কেটে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই অভিনেতাকে অস্কার মঞ্চে না দেখলে অবাক হব৷’

কিংবদন্তি মারাদোনা অবশ্য নেইমারকে নিয়ে অন্য কথা শুনিয়েছেন৷ ব্রাজিল-মেক্সিকো ম্যাচ দেখার পর আর্জেন্তাইন তারকা বলেছেন, ‘প্রথমে নেইমারের যন্ত্রণার ছবি দেখে কান্না পেয়েছিল, পরে সেই নেইমারকেই মাঠে ফুল ফোটাতে দেখে চমেক গেলাম৷’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি