ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নেইমারের প্লে-অ্যাক্টিং

সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় (দেখুন ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৪, ৫ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:১৩, ৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নেইমারকে নিয়ে ফুটবলমহলে রসিকতা দিন দিন বেড়েই যাচ্ছে। ব্রাজিলিয়ান তারকার প্লে-অ্যাক্টিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় উঠেছে। ফুলের আঘাতে মুর্ছা যাওয়ার মতো প্রতিপক্ষ ফুটবলারদের সামান্য ছোঁয়াতেই নেইমারের বার বার মাঠে পড়ে যাওয়া ও যন্ত্রণায় কাতরানোর ওভার অ্যাক্টিং নিয়ে প্রতিদিনই নতুন নতুন ভিডিও ক্লিপস সামনে আসছে। এই সব ভিডিও দেখে হাসতে হাসতে দম বন্ধ হয়ে আসার উপক্রম দর্শকদের। 
এমনই দু’টি নতুন ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়া, যার একটিতে ক্ষুদে ফুটবলারদের অনুশীলনের সময় নেইমারকে রোলমডেল বানাতে দেখা গেছে। বল নিয়ে স্কিল শেখার পাশাপাশি নেইমারের মতো চোট পেয়ে মাঠে পড়ে কাতরানোর অভিনয়ও শিখতে দেখা গেছে তাদের।


২০ সেকেন্ডের ভিডিওটিতে দশ জন শিশুকে একটি করে বল নিয়ে দৌড়তে দৌড়তে হঠাৎই অকারণে মাঠে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে দেখা যাচ্ছে। ভিডিওটি যে নেইমারকে বিদ্রুপ করেই তৈরি করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নেইমারকে ব্যঙ্গ করে তৈরি দ্বিতীয় ভিডিওটিতে ব্রাজিলের জার্সি পরা এক ব্যক্তিকে বান্ধবীর গাল টিপে আদর করা থেকে বন্ধুর সঙ্গে করমর্দন এমনকি অন্য এক ব্যক্তির সঙ্গে সেলফি তোলের মুহূর্তে কাধে হাত দেওয়া পর্যন্ত সবেতেই চোট পেয়ে মাটিতে গড়াগড়ি খেতে দেখা যাচ্ছে।
সন্দেহ নেই চলতি বিশ্বকাপে নেইমারের প্লে-অ্যাক্টিং নিয়ে ফুটবলমহলে বিস্তর আলোচনা চলছে। তবে প্লে-অ্যাক্টিয়ের পাশাপাশি নিঃশব্দে কাজের কাজ করে যাচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা।


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি