ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপে তারকা বনে গেলেন যে আলোকচিত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ১৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২০, ১৪ জুলাই ২০১৮

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল একজন আলোকচিত্রীকে বিখ্যাত বানিয়ে দিয়েছে। বিখ্যাত বনে যাওয়া আলোকচিত্রী হলেন বার্তা সংস্থা এএফপির আলোকচিত্রী ইউরি কর্টেজ।

এএফপির হয়ে তিনি যুদ্ধ, মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ঘটনা—ক্যামেরা বন্দী করেছেন।

এবার তিনি বিশ্বকাপ ফুটবল কভার করতে গিয়ে একটি ঘটনাতেই তিনি পেয়ে গেছেন তারকাখ্যাতি।

ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার মধ্যকার ১১ জুলাইয়ের ম্যাচে তিনি বিখ্যাত হয়েছেন। ওই ম্যাচের ১০৯ মিনিটের সময় মারিও মানজুকিচের গোল উদযাপন করতে গিয়ে খেলোয়াড়েরাও ছুটে এসেছিলেন মানজুকিচের কাছে।

আর ক্রোয়েশিয়া দলের এই উৎসবের মুহূর্তটির ছবি ক্যামেরাবন্দী করেতে গিয়েই বিপদে পড়লেন কর্টেজ। ক্যামেরা নিয়ে পড়ে গেলেন ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের নিচে।

খেলোয়াড়দের সংবিৎ ফিরে আসলে তারা বুঝতে পারেন তাদের নিচে একজন আলোকচিত্রী রয়েছেন। পরে সেখান থেকে কর্টেজকে তারাই টেনে বের করে দুঃখ প্রকাশ করেন।করেন করমর্দন।

আর এই একটি ঘটনাই বিশ্বব্যাপী সবার আগ্রহের কেন্দ্রে এখন এল সালভাদরের এই আলোকচিত্রী।

উল্লেখ্য, এল সালভাদরের হলেও কর্টেজ থাকেন মেক্সিকোয়। বিশ্বকাপে মেক্সিকোর খেলা কভার করাই ছিল তার দায়িত্ব। কথা ছিল ৪ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করে দেশে ফিরবেন। মেক্সিকো দ্বিতীয় রাউন্ডে ওঠায় তার রাশিয়া থাকার সময়সীমা বাড়ানো হয় ১২ জুলাই পর্যন্ত।

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি