সৌরশক্তির চালকবিহীন গাড়ি উদ্ভাবন পটুয়াখালীর তরুণের (ভিডিও)
প্রকাশিত : ১০:১৯, ১৭ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০১৮
সৌরশক্তিতে চলছে গাড়ি। স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে যাচ্ছে দুর্ঘটনা। এমন ফোর হুইলার উদ্ভাবন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার তরুণ শিক্ষার্থী মাহবুবুর রহমান শাওন।
চলছে গাড়ি চালকবিহীন। জ্বালানি তার সূর্যের আলো। গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। নাম তার স্মার্ট গ্রিন কার।
এমন গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মাহবুবুর রহমান শাওন। তিন বললেন, একাগ্রতা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর এই আবিষ্কার।
গাড়িটিতে ব্যাবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর যা কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এড়াতে পারে। সোলার প্যানেল যোগান দেয় গতিবেগের শক্তি। রয়েছে স্মার্ট সিকিউরিটি সিষ্টেমও।
ছোটবেলা থেকেই যন্ত্রপাপাতি আর প্রযুক্তির প্রতি দারুন আগ্রহী শাওন। এমন একটি উদ্বাভনের স্বপ্ন লালন করেছেন দীর্ঘদিন।
সৌরচালিত গাড়ির প্রসার হলে পরিবেশে দূষণরোধে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন পটুয়াখালীর জেলা প্রশাসক।
এরই মধ্যে এমন যানবাহন তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই ল্যাবে প্রস্তাবনা দিয়েছে শাওন।
আরও পড়ুন