ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অংকে বাজিমাত ৮ বছরের বাঙালি মেয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

লন্ডনে অঙ্কের আসরে বাজিমাত করল ৮ বছরের বাঙ্গালি মেয়ে সোহিনি রায়চৌধুরী। সেখানে এক প্রতিযোগিতায় দ্রুত আর নিখুঁতভাবে অংক করেছে সে। আর এর মাধ্যমে নাম লিখিয়েছে ‘ওয়ার্ল্ড হল অফ ফেম’ এর বিশ্বের প্রথম ১০০ ‘বিস্ময় শিশু প্রতিভা’র তালিকায়।  

কত তাড়াতাড়ি পাটিগণিতের অংক করতে পারে স্কুলপড়ুয়া শিশুরা। এরকমই একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘ম্যাথলেটিক্স’ নামে একটি অনলাইন সংস্থা। যারা ব্রিটেনের প্রাথমিক স্কুল পড়ুয়াদের অনলাইনে  শেখায়।

‘ওয়ার্ল্ড হল অফ ফেম’-এর ওই প্রতিযোগিতায় ব্রিটেনের সব প্রাথমিক স্কুলসহ অনেক দেশের স্কুলের শিশুরা অংশ নেয়। সেই প্রতিযো্গিতায় অংশ নিয়ে সোহিনি ১০০ জনের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে।

তার বাবা মৈনাক রায়চৌধুরী পেশায় অ্যাকউন্ট্যান্ট। ফিনান্সে এমবিএ ডিগ্রি রয়েছে তার। প্রপিতামহ ডি এন রায় স্কটল্যান্ড থেকে লোকোমোটিভ ইঞ্জিনিয়ারিংয়ে  ডিগ্রি নিয়ে এখন কাজ করছেন ভারতীয় রেলে।

সোহিনির বাবা মৈনাক বলছেন, ‘‘আমাদের বংশগতির ধারাতেই এই প্রতিভা পেয়েছে সোহিনি।’’

সোহিনির জন্ম দিল্লিতে হলেও সে পড়ে এখন বার্মিংহামের নেলসন প্রাইমারি স্কুলে। এ বছরের শুরুতে সোহিনি অংশ নিয়েছিল ওই প্রতিযোগিতায়।

সূত্র: আনন্দবাজার

এমএইচ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি