ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

অকার্যকর বিএনপির অবরোধ

রাসেল খান

প্রকাশিত : ১০:৩৭, ৯ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৫০, ৯ নভেম্বর ২০২৩

অকার্যকর হয়ে পড়েছে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি। তৃতীয় দফা অবরোধের শেষ দিনেও মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। নগড়জুড়ে চলছে গণপরিবহন। দেশের বিভাগীয় শহরেও স্বাভাবিক যান চলাচল। বিশেষ স্কটে বিভিন্ন জেলায় গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন পৌঁছে দিচ্ছে র‌্যাব। 

মহাসমাবেশ পণ্ডের পর সরকার পদত্যাগের দাবিতে দফায় দফা অবরোধ কর্মসূচির পালন করছে বিএনপি সমমনা দলগুলো। 

টানা অবরোধ চললেও রাজধানীর পরিবেশ স্বাভাবিক। সড়কে চলছে গণপরিবহণ। ট্রাফিক সিগনালগুলোতে যানবাহনের জটলা। 

কাকরাইল, শান্তিনগর, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুলনহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নামেনি বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ। 

এদিকে, যাত্রীর চাপ কম থাকলে রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

ট্রেন ও লঞ্চ ছেড়েছে সময়মতো। যাত্রীদের চাপ প্রায় স্বাভাবিক।  

তবে, বিএনপি ডাকা অবরোধে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। জনসমাগম কম থাকায় অনেকে পার করছেন অবসর সময়।

অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। 

অপরদিকে, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ময়মনসিংহসহ দেশের সব জেলাতে যান চলাচল স্বাভাবিক। মাঠে নামেনি বিএনপি নেতাকর্মীরা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি