ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘অক্টোবর সেবা সপ্তাহ’ উপলক্ষে লায়ন্স জেলা-৩১৫এ১’র নানা কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ‘অক্টোবর সেবা সপ্তাহ’ ও ৮ই অক্টোবর ‘ইন্টান্যাশনাল লায়ন্স সার্ভিস ডে’ হিসেবে পালিত হয়। সারাবিশ্বের সাথে বাংলাদেশও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ‘লায়ন্স সেবা সপ্তাহ’ এবং ৮ অক্টোবর ‘ইন্টান্যাশনাল লায়ন্স সার্ভিস ডে’ পালন পালিত। 

এ উপলক্ষে ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান লায়ন্স জেলা ৩১৫এ১ ক্লাবের গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল।

তিনি জানান, লায়ন্স জেলা ৩১৫এ১-এর অধীনে ১৪১টি ক্লাব সপ্তাহজুড়ে সচেতনতামূলক র‌্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেলাই মেশিন বিতরণ, হুইল চেয়ার বিতরণ, বৃক্ষ রোপণ, বিনামূল্যে চক্ষু শিবির, রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, খাদ্য ও বস্ত্র বিতরণ করবে।

এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক-সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা গভর্ণর আরও বলেন, বাংলাদেশে লায়ন্সের কার্যক্রম শুরু হয় ১৯৫৮ সালে। বর্তমানে সারাদেশে প্রায় ২০ হাজার লায়ন সদস্য আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে। বৃহত্তর ঢাকা এবং ঢাকার আশপাশের আরো কিছু অঞ্চলের ১৪১টি ক্লাব নিয়ে ‘লায়ন্স জেলা ৩১৫এ১ গঠিত। কোনো জেলা, বিভাগ কিংবা অঞ্চলের নামে লায়ন্স জেলা ক্লাবগুলো পরিচিত হয় না। সারাবিশ্বের ক্লাবগুলোকে সংখ্যা দিয়েই পরিচিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হেড অফিস।

১৯১৭ সালের ৮ অক্টোবর ‘লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’ এর প্রথম কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহকে ‘অক্টোবর সেবা সপ্তাহ’ ও ৮ অক্টোবরকে ‘ইন্টান্যাশনাল লায়ন্স সার্ভিস ডে’ ঘোষণা করা হয়। এতে সারাবিশ্বের লায়ন্স ক্লাবসমূহের সদস্যবৃন্দ পুরো সপ্তাহ জুড়ে বিশেষ সেবা কার্যক্রম পালন করেন। 

সারাবিশ্বের সাথে একাত্ম হয়ে বাংলাদেশও প্রতিবছর ৮ অক্টোবর ‘ইন্টান্যাশনাল লায়ন্স সার্ভিস ডে’সহ ‘অক্টোবর সেবা সপ্তাহ’ পালন করে আসছে।

১০৫ বছর আগে ১৯১৭ সালের ৭ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনইস অঙ্গরাজ্যের শিকাগো শহরে মহামতি মেলভিন জোনসের হাত ধরে এই মানবতাবাদী সংগঠনটির জন্ম হয়। পৃথিবীব্যাপী ২০০টিরও বেশি দেশে প্রায় ১৪ লাখ লায়ন্স সদস্য মানবতার সেবায় দিনরাত কাজ করে যাচ্ছে। 

বাংলাদেশকে ৭টি লায়ন জেলায় বিভক্ত করা হয়েছে। ৭ জেলার ৭ জন গভর্নর। এই গভর্নরই মূলতো একেকটি ক্লাব পরিচালনা করে থাকেন। প্রতিটি ক্লাবের অধীনে শতাধিক ক্লাব সক্রিয়ভাবে যুক্ত থাকে।

লায়ন মো. কামাল বলেন, “লায়ন বছর শুরু হয় ১ জুলাই থেকে। প্রতিবছর একজন নতুন গভর্ণর দায়িত্ব পালন করেন। এ বছরের গভর্ণর হিসেবে আজ পর্যন্ত মাত্র ২ মাস ২৮ দিনে ১৪ লাখ ৯৫ হাজার মানুষের দ্বোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এর মধ্যে সাভারে একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম পঙ্গু ব্যক্তিকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সা কিনে দেওয়া হয়েছে, সুন্দরবনের মধু আহরণকারী, বাঘের আক্রমণে আহত ভাওয়ালদের নগদ আর্থিক সহযোগিতাসহ নৌকা কিনে দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এতিম দরিদ্র শিশুসহ অসহায়দের চিকিৎসা, খাদ্য, বস্ত্রসহ অর্থ সহযোহিতা করা হয়েছে। প্রান্তিক অসহায় নারীদের সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছে। অনভিজ্ঞদের জন্য মেলাই প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সারাবছর বিভিন্ন সেবা প্রদান করে থাকি। এ কর্মসূচি পালনকালে সারাদেশের লায়নদের জন্য সবুজ রঙের কটি সরবরাহ করা হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর ডা. দেওয়ান সালাউদ্দিন আহমেদ, প্রাক্তন জেলা গভর্নর ও পিডিজি অনারারী কমিটির চেয়ারম্যান ড. শহীদুল ইসলাম, প্রাক্তন জেলা গভর্ণর মো. নজরুল ইসলাম সিকদার, প্রাক্তন জেলা গভর্ণর ড. এম এ হালিম পাটোয়ারী, ক্যাবিনেট সেক্রেটারী ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভুঁইয়া এমজেএফ, ক্যাবিনেট ট্রেজারার জাহাঙ্গীর আলম জিকু, জেলা জিএমটি কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরামুজ্জামান। 

এছাড়া জেলার ক্যাবিনেট মেম্বার এম শহীদুজ্জামান রুবেল, মো. মতিউর রহমানবাসেদ ফরিদুল হক, কমরউদ্দিন আহমেদ, নূর মোহাম্মদ হাওলাদারসহ জেলার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কেবিনেট সদস্যবৃন্দ এবং লায়ন্স ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি