ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

অক্টোবরে রাশিয়ার তৈরী করোনার টিকা দান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ২ আগস্ট ২০২০ | আপডেট: ১৮:৩৮, ২ আগস্ট ২০২০

চলতি বছরের অক্টোবর মাসে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দান কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এই অভিযান শুরু করা হবে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ তথ্য জানিয়েছেন। খবর মস্ক টাইমস ও পার্স টুডে’র।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মধ্যে মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে ক্লিলিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে তবে পেপারওয়ার্ক বাকি রয়েছে যা খুব শীঘ্রই শেষ হবে। প্রথম পর্যায়ে ডাক্তার ও শিক্ষকদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

রয়টার্স জানায়, করোনা টিকা ব্যবহারের বিষয়ে চলতি আগস্ট মাসেই রাশিয়া অনুমোদন দেবে। তবে পাশ্চাত্যের কিছু বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া করোনার টিকা চালু করার  বিষয়ে তড়িঘড়ি করছে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি