ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অক্সফোর্ড স্কুলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের সমঝোতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:০০, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ব্র্যাক ব্যাংকের এ বিষয়ক চুক্তি এটিই প্রথম। এই চুক্তি অনুযায়ী, ব্র্যাক ব্যাংক কার্ডের মাধ্যমে স্কুলটির ফি অনলাইনে সংগ্রহ করবে।  

ব্র্যাক ব্যাংকের হেড অফিসে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সিইও আবু কায়েস জাহাদী এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট এবং কাস্টোডিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান সেকান্দার-ই-আজম, ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী, ডিপোজিট ও এনএফবি, প্রোডাক্টস এর প্রধান সারাহ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি