অক্সিজেন সরঞ্জামের সংকট নিয়ে সতর্ক করল ডব্লিউএইচও
প্রকাশিত : ০৯:০৬, ২৬ জুন ২০২০
প্রতি সপ্তাহে বিশ্বে নতুন কভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে প্রায় ১০ লাখ। এ অবস্থায় হাসপাতালগুলোয় অক্সিজেন কনসেন্ট্রেটরের সংকট দেখা দিয়েছে। ফলে এ বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কভিড-১৯ রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা প্রকট থাকে, তাদের প্রশ্বাস স্বাভাবিক রাখার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর ব্যবহার করা হয়। খবর দ্য গার্ডিয়ান।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেয়েসুস বলেছেন, ‘বর্তমানে ডিভাইসটির চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণে অনেক দেশকেই অক্সিজেন কনসেন্ট্রেটর সংগ্রহ করতে সমস্যায় পড়তে হচ্ছে।’
টেড্রোস জানান, ডব্লিউএইচও এরই মধ্যে বিভিন্ন ম্যানুফ্যাকচারারের কাছ থেকে ১৪ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর কিনেছে এবং শিগগিরই সেগুলো ১২০টি দেশে পাঠানোর পরিকল্পনা করছে।
তিনি আরো জানান, সংস্থাটি আগামী ছয় মাসে প্রায় ১০ কোটি ডলার মূল্যের আরো ১ কোটি ৭০ লাখ কনসেন্ট্রেটর কিনবে।
এসএ/