ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অগ্নিকন্যা মমতার আজ জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ৫ জানুয়ারি ২০২০

মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি পশ্চিমবঙ্গের জননেত্রী, অগ্নিকন্যা। লড়াকু এ মানুষটির আজ জন্মদিন।

ছোটবেলা থেকেই তিনি সাহসী ও লড়াকু মনের অধিকারি। তবে মমতার চলার পথ খুব একটা সহজ ছিল না। তবুও দাঁতে দাঁত চেপে সংগ্রাম চালিয়ে গেছেন। আজ তিনি মুখ্যমন্ত্রী। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনকে পরাস্ত করে মমতা ওপার বাংলাকে নতুন পথ দেখিয়েছেন। এখন ওপার বাংলার দিকে দিকে মমতার জয়ধ্বনি। তাকে ঘিরে স্বপ্ন দেখে তরুণ প্রজন্ম। কেননা তিনি মানুষের নেত্রী।

মানুষের অসুবিধায় পাওয়া যায় তাকে। যখন দেশ এক সংকটের সম্মুখীন– এই সময়েও জন আন্দোলন গড়ে তুলতে পারেন একমাত্র মমতা। তাই তো বিদ্রোহ আর প্রতিবাদের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ রবিবার মমতার ৬৫তম জন্মদিন। দিনটিতে শুভেচ্ছার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। আবেগে, ভালোবাসায় প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন দেশটির বহু মানুষ। ইতিমধ্যেই ফেসবুক ছেয়ে গেছে মমতার ছবিতে।

সম্প্রতি এনআরসি ও সিসিএ-র বিরোধিতায় মমতা গড়ে তুলেছেন এক বৃহৎ গণ আন্দোলন। মমতার নেতৃত্বে ফের এক ছাতার নীচে রাশি রাশি মানুষ। কলকাতার রাজপথে তাকে ঘিরে জনজোয়ার লক্ষ্য করা গেছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি