অগ্নিকান্ড প্রতিরোধে উদাসীন গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন
প্রকাশিত : ১৬:৪৬, ১ এপ্রিল ২০১৯
সাম্প্রতিক সময়ে অগ্নিকান্ডের ভয়াবহতা ভাবিয়ে তুলেছে পুরো দেশবাসীকে। অগ্নিকান্ডের ঘটনায় মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দেশ। অগ্নিকান্ড যখন সবার দুশ্চিন্তার কারণ, ঠিক সে সময় অগ্নিকান্ড প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে উদাসীনতা দেখাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
যেখানে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা সেখানে নেই কোন অগ্নিনির্বাপনের সুব্যবস্থা। এমনকি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ল্যাব থাকা সত্ত্বেও বাড়ানো হইনি কেমিক্যাল ব্যবহারে সচেতনতা। সেই সাথে নিরাপত্তা কর্মীদেরও এখনো অবধি দেওয়া হয়নি অগ্নি নির্বাপনের প্রাথমিক প্রশিক্ষণ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,“ল্যাবে কেমিক্যাল ব্যবহারে এখনও সচেতনতা বাড়ানো হয়নি। এমনকি কেমিক্যাল সংরক্ষণে নেই যথেষ্ট ব্যবস্থা। আগুন নেভানোর কাজে ব্যবহৃত কার্বণ- ডাই অক্সাইড সিলিন্ডার নেই পর্যাপ্ত। এমনকি আমাদের নিরাপত্তাকর্মীরাও আগুন নেভানোর প্রাথমিক কাজেও প্রশিক্ষিত নয়, সুতরাং এই অবস্থায় আমরা নিজেদের নিরাপদ মনে করছি না।”
বিশ্ববিদ্যালয়ের প্রধান টেকনেশিয়ান মুজাহিদুল ইসলাম বলেন ,“আমরা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক কাজে সর্বোচ্চ মানের ক্যাবল ব্যবহার করেছি।যদি কখনও বৈদ্যুতিক ক্যাবলে শক সার্কিট হয় তবুও আগুন বেশি দূর যেতে পারবে না। সেই দিক থেকে আমরা নিরাপদ আছি। তবে অগ্নিকান্ডের সময় যে গ্যাস ব্যবহার করতে হবে তার মেয়াদ প্রায় শেষের দিকে ,সুতরাং যত দ্রুত সম্ভব এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. দেলোয়ার হোসেন বলেন,“আগুনের ভয়াবহতা দেখে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি, প্রতিটি ভবনের প্রতি তলায় দুটো করে আগুন নির্বাপক গ্যাস সিলিন্ডার খুব দ্রুত সরবারহ করা হবে। কিন্তু আমরা আমাদের নিরাপত্তাকর্মীদের এখনও আগুন নেভানোর কাজে প্রশিক্ষিত করতে পারিনি,তবে তাদের খুব শীঘ্রই প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।”
দুর্ঘটনা ঘটার পরে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ঘটার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিরোধমূলক ব্যবস্থা নিবেন এমনটাই দাবি শিক্ষার্থীদের ।
কেআই/
আরও পড়ুন