ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অগ্রাধিকারভুক্ত বাণিজ্য চুক্তিতে সায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫২, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ডি-৮ ভুক্ত ৮টি মুসলিম দেশের মধ্যে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি (প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট) অনুসমর্থনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ৮টি মুসলিম দেশের জোট ডি-৮ এ প্রিফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্টের বিষয়টি অনেকদিন ধরে ঝুলে ছিল। প্রথম থেকেই পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার দাবি ছিল আমাদের। কিন্তু অন্য সদস্যরা সে প্রস্তাবে রাজি না হওয়ায় সেটি আর এগোয়নি। অবশেষে দেরিতে হলেও ডি-৮ অগ্রাধিকারভুক্ত বাণিজ্য চুক্তিতে সায় দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ডি-৮ এ প্রিফানশিয়াল ট্রেড এগ্রিমেন্ট ঝুলিয়ে রেখে লাভ নেই মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। এই জোটের সদস্যরা যেটাতে রাজ হয়- সেখানেই অনুমতি দেওয়া যেতে পারে। সেজন্যই আজকের বৈঠকে ওই চুক্তিতে অনুমোদন দেওয়া হয়েছে।

এশিয়া ও আফ্রিকার আটটি উন্নয়নশীল দেশ- বাংলাদেশ, পাকিস্তান, মিশর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার জোট হচ্ছে ডি-৮। অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতায়ই এই জোটের প্রধান লক্ষ্য।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি