ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অঘোষিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায়  ম্যাচটি শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ছয় ওভার এক বলে ৩৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। 

ওপেনিয়ে নেমেছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামীম।  সোম্য সরকার ১৯ বলে ১৮ এবং তানজিদ ২০ বলে ১০ রান করেছেন। 

তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুঁচকির ইনজুরিতে পড়ায় শান্তকে ছাড়াই খেলতে হচ্ছে বাংলাদেশকে। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে বাংলাদেশের ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামছেন তিনি। 

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে আনে টাইগাররা। এরপর সিরিজে ফেরে সমতা। সে কারণেই আজকের শেষ ম্যাচটা একটু অন্যরকম, অনেকটা অঘোষিত ফাইনালের মতো।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।


আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগেয়ালিয়া খারোতে, আল্লাহ গজনফর ও ফজল হক ফারুকি।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি