ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অঙ্ক কষেই মাঠেই নামছে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বকাপে এফ গ্রুপের সমীকরণটা মারাত্মক জটিল হয়ে গেছে। দুই ম্যাচ জিতলেও মেক্সিকো দ্বিতীয় রাউন্ড একেবারে নিশ্চিত নয়। অন্যদিকে জার্মানি একটি ম্যাচ জিতলেও তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের উপরও। মূলত বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ভাগ্য এখন এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার হাতে। রাশিয়া বিশ্বকাপে জার্মানি গ্রুপের বাধা টপকাতে পারবে কি না, নির্ভর করবে আজ, বুধবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের ওপরে। যে ম্যাচ জিতলে নক আউট পর্বে উঠে যাওয়ার ভাল সম্ভাবনা থাকবে জোয়াকিম লো-র দলের। কিন্তু ড্র করলে বা হারলে অঙ্ক আরও জটিল হয়ে উঠবে।

কাগজে-কলমে দক্ষিণ কোরিয়ার চেয়ে এগিয়ে থেকেই শুরু করার কথা জার্মানির। কিন্তু ঘটনা হল, এই বিশ্বকাপে ফেভারিটদের ভাগ্য যা দাঁড়াচ্ছে, তাতে স্বস্তিতে থাকতে পারছে না কেউ। স্বস্তিতে নেই জার্মান কোচ জোয়াকিম লো-ও। মঙ্গলবার তিনি বলেছেন, ‘‘দলের মনোবল খারাপ জায়গায় নেই। বিশ্বকাপে এখনও আমাদের সামনে সুযোগ রয়েছে। আমরা হাল ছেড়ে দিইনি। জার্মান দলের প্রচণ্ড মনের জোর। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এক নম্বর দল।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘তবে কিছুই বলা যায় না। অনেকেই ভাবেনি আমরা মেক্সিকোর কাছে হারব। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। জিততেই হবে। ম্যাচটা খেলতে খেলতেই আমাদের গ্রুপের অন্য ম্যাচের দিকেও নজর থাকবে। যাতে আমরা ওই ম্যাচের ফল অনুযায়ী এগিয়ে থাকার চেষ্টা করতে পারি।’’

লো-র কথাতেই পরিষ্কার শেষ ষোলোয় যাওয়ার অঙ্ক নিয়েই নামছেন তাঁরা, ‘‘আমাদের প্রতিপক্ষের থেকে দু’গোলে এগিয়ে থাকতে হবে। তা হলে পরের রাউন্ডে যাওয়ার পথ পরিষ্কার হবে। চেষ্টা করব নিজেদের ভাগ্য যেন আমরা নিজেই তৈরি করতে পারি।’’ অনেকে মনে করেন, কোরীয়দের গতি সামলানোই হবে লো-র দলের প্রথম কাজ।

জার্মানির এই গ্রুপ ‘এফ’ এখন সবচেয়ে জটিল গ্রুপ। চার দলের যে কোনও দলই পরের রাউন্ডে যেতে পারে। দু’টো ম্যাচ জিতে থাকা সত্ত্বেও মেক্সিকো যে পরের রাউন্ডে চলে গিয়েছে, এমন বলা যাচ্ছে না। যদি শেষ দু’টো ম্যাচ ড্র হয়, তা হলে মেক্সিকো চলে যাবে। জার্মানি এবং সুইডেনের পয়েন্ট দাঁড়াবে চার। তখন গোল পার্থক্য দেখা হবে। সেখানেও সমান হলে কে ক’টা গোল করেছে, তা হিসেব করা হবে। সেটাও সমান হলে মুখোমুখি ম্যাচের ফল। সেখানে জার্মানি পরের রাউন্ডে উঠে যাবে সুইডেনকে হারানোর কারণে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি