ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ-ব্যাংকারসহ চারজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়া চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছেএদর মধ্যে রয়েছেন এক পুলিশ সদস্য, পথচারি দুই ব্যাংক কর্মকর্তা। শনিবার পৃথক স্থান থেকে তাদের উদ্ধার করে ঢামেকে নেয়া হয়

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাওরান বাজার শাখার ক্যাশিয়ার কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাসুমকে (২৭) কাওরান বাজার থেকে উদ্ধার করে শনিবার রাতে পুলিশ ঢামেকে ভর্তি করে।

অপরদিকে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনা থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাকে সায়েদাবাদ এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ওয়ারী থানা পুলিশ। এদিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকার পান ব্যবসায়ী নাসির উদ্দিন (৪০) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তিনি শনিবার বেলা ১১টার দিকে মালামাল কিনতে শ্যামবাজারের উদ্দেশ্যে গেলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাকে ঢাকেমে ভর্তি করে পুলিশ।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি