ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

অটো চালক হত্যায় তিন আসামির ফাঁসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৯:১২, ৫ জুলাই ২০১৭

গাজীপুরের কালিয়াকৈরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

বুধবার গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক চার বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কালিয়াকৈরের মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান ওরফে বাবু, জাথালিয়া এলাকার মৃত আমির হামজার দুই ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন।

রায় ঘোষণার সময় আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত থাকলেও দেলোয়ার ছিলেন পলাতক।

এ ছাড়া দস্যুতার অভিযোগে অন্য একটি ধারায় আসামিদের সবাইকে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জমিরানা, অনাদায়ে আরও তিন মাস সাজা দেওয়া হয়েছে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহম্মদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর কালিয়াকৈর থেকে অপহরণ করা হয় অটোরিকশা চালক হায়দার আলীকে। এ সময় তাঁর অটোরিকশাটিও ছিনতাই করা হয়। পরের দিন পাশের এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

অপহরণের ঘটনার পর নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিচারকাজ শেষে আজ তিনজনের ফাঁসির দণ্ডাদেশ দেন আদালত।

//এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি