ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অটোচালক ভজনকে জড়িয়ে ধরে ‘ধন্যবাদ’ জানালেন সাইফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:০৩, ২২ জানুয়ারি ২০২৫

নিজেদের অনেক গাড়ী থাকা সত্ত্বেও ছুরিকাঘাতে আহত সাইফ আলী খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল অটোরিকশাতে। অটোচালক ভজন সিং রানা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সাইফকে বান্দ্রার  ফ্ল্যাট থেকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এতে প্রাণ বাঁচে এই বলিউড তারকার। 

কিছুটা সুস্থ হয়ে সাইফ আলী খান হাসপাতালেই ডেকে পাঠান অটোচালক ভজন সিং রানাকে। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। ভজনকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন সাইফ, তাকে ধন্যবাদ জানান। 

মঙ্গলবারই (২১ জানুয়ারি) সাইফ ও ভজনের সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অটোচালক ভজন জানান, যখন সাইফের ঘরে ঢুকলাম তখন দেখলাম, তার মা-সহ গোটা পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলে। আমাকে ডেকেছেন, ভাল লেগেছে। তেমন কিছু না একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি সাইফের জন্য আগেও প্রার্থনা করেছি এখনও তাই করবো। 

এদিকে সাইফকে অটোতে করে হাসপাতালে পৌঁছে দেওয়ায় রাতারাতি বিখ্যাত বনে গেছেন অটোচালক ভজন সিং রানা। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। কেউ কেউ স্রষ্টার দূত বলছেন। এরই মধ্যে তার এই মানবিকতার জন্য একটি সংস্থা থেকে পুরষ্কৃতও হয়েছেন ভজন। 

জানা গেছে, ছুরিকাঘাতের পর সাইফের ছেলে ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে তুলে নিতে দেরি হয়ে যেত পারে। বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে অটোয় করেই বাবাকে নিয়ে হাসপাতালে। 

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি গভীর রাতে এই বলিউড তারকার বাড়িতে ঢুকে পড়ে ঢুকে ডাকাতির চেষ্টা চালায় এক ব্যক্তি। এ সময় সাইফ আলি খান তাকে বাধা দিতে গেলে হামলার শিকার হন। তাকে উপর্যুপরি ছয়টি ছুরিকাঘাত করা হয়।

রাত আড়াইটার দিকে অটোরিকশাতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অস্ত্রোপচার করে তার শরীর থেকে বের করা হয় ভাঙা ছুরির টুকরা। এরপর সাইফকে রাখা হয় আইসিইউতে।

তিন দিনের অনুসন্ধানে মুহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ (৩০) নামে একজনকে ধরার পর মহারাষ্ট্র পুলিশ বলছে, এই যুবক বাংলাদেশি। চুরির উদ্দেশে ঢুকে ধরা পড়া এড়াতে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়েছিলেন তিনি।


এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি