ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ১৩ জুন ২০২৪ | আপডেট: ১২:৪৭, ১৩ জুন ২০২৪

Ekushey Television Ltd.

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

অধরা চৌধুরী মোহনা (১৮) নামের ওই শিক্ষার্থী আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
 
নিহত মোহনা পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মোঃ রাসেল মুন্সীর বড় মেয়ে।

পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের চৌরাস্তার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। 

আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার থানায় এখনও কোন অভিযোগ দেয়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি