ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

অণুকাব্য

প্রকাশিত : ২২:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

এক
 
স্রোতস্বিনী বহে
দিনক্ষণ কি বা রাত ভোর বাতাসে
একটা গান ভেসে ভেসে আসে
অদেখা ছবি, নীরবে সহে
আর দণ্ডিত দ্বিধায়
ফসলের বীজকোষ বেড়ে ওঠে একা
যাচে সহজ সখ্যতা, অথবা মাগে আকাশ
এ তার কোন দায়?
 
দুই

আমি আছি আকাশে
মেঘের মতো, কখনো সাদা কখনো কালো
রং বদলায তবে আজন্ম ভাসমান
আমি আছি সমুদ্রে
বালুচর ছুঁয়ে যাই,
তৃষ্ণার্ত চাতক আর মাটির তৃষ্ণা মিটাই
স্থিরতা নেই, চিরকাল আবহমান

তিন

শ্রাবণের পূর্ণিমা রাত
জোৎস্না আর বৃষ্টির প্রেম ডাকে বারবার
চলো সবুজে রাখি একে অন্যের হাত
ডেকেছে রূপালী আলোর বাণ
নদী আর পাহাড়ে পাতালো মিতালী
কী করে ফেরাবো এ আহ্বান?

চার

যাই
যাচ্ছি কিন্তু..
আর বলবো না, এবার কিন্তু যাবোই
এভাবে বলতে বলতেই একদিন ঠিক চলে যাবো
কখনো কাঁটাতার যদি প্রেমিকার সাদা ওড়না হয়
অথবা জেলখানা হয় পদ্মফুলের আসন
তবে ফিরবো একদিন অতিথি হয়ে
তোমাদের এ নগরীতে।
এখনো সীমান্ত খোলা আছে আমার
দু’চোখ সতেজ, সদ্য ঘাসে ঝরা শিশিরের মতো
তাই যাচ্ছি
যাই কিন্তু
যেতে যেতে পিছু ফিরবো না আর।

পাঁচ
চৈত্রের শেষ বিকেল
আলো ছায়ার খেলার মাঝে বিন্দু বিন্দু অভিমান জমে
অন্ধকারেই মৃত্যু হলো একটা গল্পের
প্রতিদিন দ্বন্দ্ব কিংবা প্রেম আজ দ্রোহের রুপে মুরতি এক
তবু নি:শ্বাস যা বাকি আছে, নাম নিয়ে টানে এফোঁড় ওফোঁড়
কি বেহায়া নি:শ্বাস!
যে কেউ অনায়াসে গলা টিপে হত্যা করতে চাইবে সে বেহায়া নি:শ্বাস।
 
ছয়

তোমার আকাশ ঝুলছে হাওয়ায়
শহরে অতিথি কাক
ডাকে ভোরে, সঙ্গীদের
আর ডালে ডালে ডানা ঝাপটায়..
 
সাত

ঝড়ের সাথে বৃষ্টি
নাকি বৃষ্টির সাথে ঝড়?
বৈশাখী এলোকেশ, দ্বন্দ্ব;
নাকি অসম অণুস্বর..?
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি