ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অতিরিক্ত টিভি দেখা ডেকে আনে বন্ধ্যাত্ব: গবেষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২৬, ৩০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

যদি খুব বেশি মাত্রায় টিভি দেখেন তাহলে এখনই সাবধান হতে হবে আপনাকে। কারণ সাম্প্রতিক গবেষণা পুরুষদের জন্য শোনাচ্ছে এক সতর্কবাণী। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণা বলছে, অতিরিক্ত টিভি দেখলে পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব।

গবেষণায় বলা হচ্ছে, কোনো পুরুষ যদি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন, তবে তার স্পার্ম কাউন্ট কমতে থাকে। কারণ মাত্রাতিরিক্ত টিভি দেখায় শরীরের মধ্যে আলস্য ভাব বেড়ে যায়।  একইসঙ্গে অনেকেরই টিভি দেখতে দেখতে হাই-ক্যালোরি জাঙ্ক ফুড খাওয়ার নেশা থাকে। এই দুইয়ের ক্ষতিকর প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে।

সমীক্ষায় দেখা গেছে, দিনে ৫ ঘণ্টার বেশি সময় টিভিতে আসক্ত পুরুষদের স্পার্ম (বীর্য) কাউন্ট অন্যদের থেকে প্রায় ৩৮ শতাংশ কম।

গবেষণায় আরও বলা হয়েছে, কাজ, খেলাধুলো, যোগব্যায়াম প্রভৃতি সবকিছু মিলিয়ে যেসব পুরুষ দিনে ১৫ ঘণ্টা শারীরিকভাবে সক্রিয় থাকে, তাদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট শারীরিকভাবে নিষ্ক্রিয়দের থেকে তিন-চতুর্থাংশ বেশি হয়।

তবে অত্যধিক শারীরিক পরিশ্রমও আবার শরীরের পক্ষে খারাপ হতে পারে। কারণ, অত্যধিক শারীরিক পরিশ্রমের ফলে শুক্রাণু কোষের মৃত্যু ঘটে।

সূত্র: জিনিউজ

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি