ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি ৭ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

প্রকাশিত : ১৩:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেয়া অতিরিক্ত মাসিক বেতন ও ভর্তি ফি আগামী ৭ দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তি নীতিমালা লঙ্ঘন করে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান। মন্ত্রী জানান, অতিরিক্ত টাকা ফেরত দিতে না পারলে তা মাসিক বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে। যেসব প্রতিষ্ঠান এটি করবে না, তাদের অনুমোদন ও কমিটি বাতিলসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তদন্তে রাজধানীতে অনেক প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি