ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

‘অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্র’ পরীক্ষা উ. কোরিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১৬ নভেম্বর ২০১৮

উত্তর কোরিয়া একেবারে নতুন একটি অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন নতুন উদ্ভাবিত এ অস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন। শুক্রবার দেশটির সরকারি সংবাদমাধ্যম একথা জানায়। তবে পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় উত্তাপ বৃদ্ধি পাবে।
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে সুকৌশলী কূটনীতি শুরু করার প্রায় এক বছর পর পিয়ংইয়ং সরকারিভাবে এই প্রথমবারের মতো একটি অস্ত্র পরীক্ষার কথা জানালো।
দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘কিম জং উন একাডেমি অব ডিফেন্স সায়েন্স’র পরীক্ষা স্থল পরিদর্শন করেন এবং একেবারে নতুন উদ্ভাবিত একটি অত্যাধুনিক কৌশলগত যুদ্ধাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন।’
সংস্থাটি আরো জানায়, সফলভাবে এ অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। তবে এটি কি ধরনের অস্ত্র ছিল সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
কেসিএনএ জানায়, এ অস্ত্রের পরীক্ষা সফল হওয়ায় কিম অনেক সন্তুষ্টি প্রকাশ করেন এবং এর মধ্যদিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর যুদ্ধের সক্ষমতা অনেক বেড়ে গেছে।

সূত্র : কেসিএনএ
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি