
শুধুমাত্র অদক্ষ ব্যবস্থাপনায় প্রতিবছর উৎপাদিত সবজির ৩০ শতাংশ নষ্ট হচ্ছে।
শনিবার রাজধানির বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফুড এগ্রো এক্সপোর সমাপনি সেমিনারে এমনটাই জানান বিশেষজ্ঞরা। তারা বলেন, সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে। কিন্তু উৎপাদি সবজি মোড়ক জাতকরণ, পরিবহন এবং বিপনের সময় প্রায় এক তৃতিয়াংশ নষ্ট হচ্ছে। শুধুমাত্র দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হলে বাড়িতি এ সবজি বিদেশে রপ্তানি করে বড় অঙ্কের বৈদেশিক মুদ্র অর্জন করা সম্ভব হতো।