অদ্ভূত ক্যামেরা
প্রকাশিত : ১০:২৪, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:৫১, ৪ অক্টোবর ২০১৭
ভিডিও করার সময় হাত কাঁপে অনেক ফটোগ্রাফারদের। এই কাঁপাকাঁপি থামাতে পেশাদার ফটোগ্রাফাররা ট্রাইপড ব্যবহার করে থাকেন তারা। কিন্তু সাধারণ মানুষের পক্ষে সবখানে ট্রাইপড বয়ে বেড়ানো সহজ কোনো কাজ নয়।
তাই হাতের কাঁপন থামাতে ও ট্রাইপডের ভার এড়াতে উদ্ভাবন করা হয়েছে গলায় ঝোলানোর একটি পরিধেয় ক্যামেরা। এর নাম দেওয়া হয়েছে ‘ফ্রন্টরো’।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত এই ডিভাইসটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনে থাকা মূল ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। ৫৫ গ্রাম ওজনের এই ডিভাইসে আছে ১ দশমিক ৯৬ ইঞ্চির গোলাকার ডিসপ্লে। সঙ্গে আছে ২ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
ওয়াইফাই কানেক্ট করার সুবিধা থাকায় ডিভাইসটি দিয়ে ফেসবুক, ইউটিউব বা টুইটার থেকে লাইভ ভিডিও করা যাবে। একবার ফুল চার্জ দিলে ক্যামেরাটি দিয়ে একটানা দুই ঘণ্টা ভিডিও করা যাবে।
পরিধেয় এই ক্যামেরার দাম রাখা হয়েছে ৪০০ ডলার। বর্তমানে অ্যামজন ডট কমে এটি ব্ল্যাক ও রোজ গোল্ড রঙে পাওয়া যাচ্ছে।
সূত্র : অ্যান্ড্রয়েড পুলিশ।
//এআর