ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

অধিকারকর্মী হত্যা, ইসরায়েলের কাছে জবাব চেয়েছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১১:১০, ৭ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েল অধিকৃত গাজার পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ২৬ বছর বয়সী এক মার্কিন নারী অধিকারকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।  এদিকে, উত্তর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩৩ ফিলিস্তিনি।

পশ্চিম তীরে নিহত অধিকারকর্মী তুরস্ক বংশোদ্ভুত নারী আয়সেনুর ইজগি ইগি। বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভে তিনি অংশ নিয়েছিলেন বলে জানা যায়। 

তার মৃত্যুতে নিন্দা প্রকাশ করে ইসরায়েলের কাছে জবাবদিহি চেয়েছে হোয়াইট হাউস। 

নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে তিনি অংশ নিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইজগি ইগিকে ইসরায়েলি সেনারা গুলি করেছে বলে অভিযোগ উঠেছে।

হোয়াইট হাউস বলেছে, ইসরায়েলি সেনাদের গুলিতে তাঁর নিহত হওয়ার ঘটনায় তারা ভীষণভাবে বিরক্ত। সেই সঙ্গে এ ঘটনার তদন্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ইগির মৃত্যুকে ‘দুঃখজনক’ অভিহিত করে বলেন, ‘আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা জরুরিভাবে তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করছি এবং আমরা আরো তথ্য পাওয়ার পর বিস্তারিত জানাব। ’

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, বেইতা এলাকায় সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়া ও হুমকি দেওয়া হয়। এরপর তারা গুলি চালিয়ে জবাব দিয়েছে।

এদিকে, পশ্চিম তীরের জেনিন শহর এবং শরণার্থী শিবিরে ৯ দিনের বড় ধরনের অভিযান শেষে ইসরায়েলি বাহিনী শুক্রবার সেখান থেকে সরে যাওয়ার পরই এ ঘটনা ঘটল। 

এদিকে উত্তরে হালিমাহ আল-সাদিয়াহ স্কুলে হামলা করে তাঁবুতে আশ্রয় নেয়া ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নুসিরাত শরণার্থী শিবিরেও হামলায় নিহত হন বেশ কয়েকজন।

স্থানীয় জনগণ এবং স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত গাজার সব এলাকায় সংঘাত হয়েছে। উপত্যকার বৃহত্তম এবং ঐতিহাসিক শরণার্থী শিবির নুসেইরাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন দুই নারী এবং দু’জন শিশু। 

গাজার বৃহত্তম শহর গাজা সিটিতে বিমান হামলায় নিহত হয়েছেন ৮ জন এবং বাকি নিহতদের কেউ খান ইউনিস, কেউ রাফা, কেউ বা জেইতুনের বাসিন্দা।

গত ১১ মাস ধরে গাজায় যুদ্ধ হচ্ছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি