অধিনায়কত্ব ছাড়লেন ডি ভিলিয়ার্স
প্রকাশিত : ১১:১৭, ২৪ আগস্ট ২০১৭
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে। এবার ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন তিনি। তবে অধিনায়কত্ব ছেড়ে দিলেও তিন ধরনের ফরম্যাটেই নিয়মিত খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার।
২০১৬ সালের জানুয়ারিতে ডি ভিলিয়ার্স খেলেছিলেন সর্বশেষ টেস্ট ম্যাচ। এর পর থেকে ইনজুরি ও ব্যক্তিগত কারণে আর খেলতে পারেননি তিনি। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিবেন এমন কথাবার্তাও উঠে আসে এক সময়।
তবে ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে আবার দেখা যেতে পারে তাঁকে। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর নিজেকে অনেক সতেজ মনে হচ্ছে। এখন আমি আবার মাঠে ফিরতে চাই। তিন ধরনের ফরম্যাটে খেলার জন্যই যে আমি প্রস্তুত। সূত্র : ক্রিকইনফো।
//আর//এআর