ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

অধিনায়কত্ব হারালেন ম্যাথুস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের ব্যর্থতার জেরে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারাতে হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

বোর্ডের নির্দেশে অধিনায়কত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নতুন অধিনায়ক হয়েছেন দিনেশ চান্ডিমাল।

ম্যাথুসকে সরিয়ে দেওয়ার কোনো ‘কারণ’ উল্লেখ করেনি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তবে এশিয়া কাপই যে মূল কারণ, সেটি বলাই বাহুল্য।

উল্লেখ্য, এশিয়া কাপে একটি ম্যাচও জিতেনি শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও হারটা ছিল শোচনীয়। তাই এশিয়া কাপে বাজেভাবে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হলো অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি