ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অধ্যাপক কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০২৩

বরেণ্য শিক্ষাবিদ লেখক অধ্যাপক কবীর চৌধুরীর জন্মশতবার্ষিকী আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। তিনি ১৯২৩ সালের আজকের এদিনে জন্মগ্রহণ করেন। 

প্রগতিশীল নাগরিক আন্দোলনের পুরোগামী নেতা অধ্যাপক কবীর চৌধুরীর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। তার পুরো নাম আবুল কালাম মোহাম্মদ কবীর। ডাকনাম মাণিক। তিনি অধ্যাপক কবীর চৌধুরী নামে সমধিক পরিচিত। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলের গোপাইরবাগ গ্রামের মুন্সীবাড়ি। বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী ও মা আফিয়া বেগম। তার ছোট ভাই শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী; বোন ফেরদৌসী মজুমদার বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব।

কর্মজীবনের বিভিন্ন সময়ে একাধিক পেশায় নিয়োজিত থাকলেও শিক্ষা ও সংস্কৃতির প্রতি কবীর চৌধুরীর অনুরাগ সহজাত। বাংলা ও ইংরেজিতে মৌলিক সমালোচনামূলক গ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। ১৯৯৮ সালে তিনি দেশের জাতীয় অধ্যাপক হন। নব্বইয়ের দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে তিনি সমমনাদের নিয়ে গঠন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

তার সাহিত্যকর্মের মধ্যে উল্লেযোগ্য- ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্যসাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, শেকসপিয়র থেকে ডিলান টমাস, সাহিত্য কোষ, ইউরোপের দশ নাট্যকার, সাহিত্য সমালোচনা ও নন্দনতত্ত্ব পরিভাষা, শেকসপিয়র ও তার মানুষেরা, অ্যাবসার্ড নাটক, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তবুদ্ধির চর্চা, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি কথা সুর ইত্যাদি। 

২০১১ সালের ১৩ ডিসেম্বর ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 

শিক্ষা ও সংস্কৃতির প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯১ সালে একুশে পদক, ১৯৯৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। 

জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আলোচনা সভায় অধ্যাপক কবীর চৌধুরী স্মারক বক্তৃতা রাখবেন বীর মুক্তিযোদ্ধা নাট্যকার মামুনুর রশীদ। 

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বক্তব্য রাখবেন ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট’-এর সাম্মানিক সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সুরের ধারার সভাপতি সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি