ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

অধ্যাপক ড. এমাজউদ্দীন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১৭ জুলাই ২০২০ | আপডেট: ০৯:৩৮, ১৭ জুলাই ২০২০

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

আজ শুক্রবার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। 

এর আগে বৃহস্পতিবার রাতে মস্তিষ্কের রক্তক্ষরণ দেখা দিলে তাকে ল্যাবএইডে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

উল্লেখ্য, ১৯৩২ সালের ১৫ ডিসেম্বর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন এই অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন এমাজ উদ্দিন আহমেদ। এছাড়া, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ’র (ইউডা) ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এসএ/এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি